• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক, দরপতন

প্রকাশিত: জুন ২৭, ২০২১, ১১:২৬ এএম

পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক, দরপতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লকডাউন আতঙ্কে দেশের পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে নগদ টাকা উত্তোলনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে পুঁজিবাজার।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির চাপ দেখা গেছে। শেয়ার বিক্রির হিড়িকে লেনদেনের প্রথম ৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানসহ সব খাতের শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য মতে, রোববার (২৭ জুন) সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত সময়ে মোট ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৪৯লাখ ৬৩ হাজার টাকা।

এ সময়ে তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে ছয় হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৫ হাজার ৭১৫ টাকা।

এদিকে সরকার ঘোষিত লকডাউনে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, গতবার লকডাউনেও পুঁজিবাজার খোলা ছিল। এবারও ব্যাংকের কার্যক্রম খোলা থাকলে পুঁজিবাজারে লেনদেন হবে। লেনদেন বন্ধ থাকার কোনো আশঙ্কা নেই। বিনিয়োগকারীদের উদ্বিগ্ন কিংবা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন কার্যকর হয়েছে। কোনো দেশেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকেনি। আমাদের দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে না।

সবুজ/এএমকে

আর্কাইভ