• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দরপতনে চলছে শেয়ার বাজারের লেনদেন

প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:৫৬ পিএম

দরপতনে চলছে শেয়ার বাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে সপ্তাহের দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২২১৮ ও ১৩২৩ পয়েন্টে। অপরদিকে সিএসই'র সার্বিক সূচক ২ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি কোম্পানির এবং কমেছে ১৯৫টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

মামুন/সবুজ/এএমকে
আর্কাইভ