• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

স্বর্ণের দাম ভরিতে ৩৪৫৩ টাকা বেড়েছে

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:১৯ পিএম

স্বর্ণের দাম ভরিতে ৩৪৫৩ টাকা বেড়েছে

সিটি নিউজ ডেস্ক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ার ঘোষণা এলো। সবচেয়ে ভালো মানের স্বর্ণে (২২ ক্যারেট) ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা দাম বেড়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে রোববার (১৪ ডিসেম্বর) থেকে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকায় বিক্রি হবে।

একইসঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।

আর্কাইভ