• ঢাকা রবিবার
    ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না: শেখ বশিরউদ্দিন

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:১৭ পিএম

আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না: শেখ বশিরউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ইস্যুতে বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, কিছুক্ষেত্রে আমদানি কমানোর কারণে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সেরকম কোনো পড়েনি। বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। সব দেশের সাথেই উদার বাণিজ্যে করতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমরা নতুন আইপিও করছি, বাণিজ্য উদারীকরণ, অন্তর্ভুক্তি এবং ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন আনছি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি সংশোধন করা হচ্ছে। কিছুক্ষেত্রে ভারত আমদানি বন্ধ করেছে, এর জন্য রপ্তানি কমেছে।

 

আর্কাইভ