• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:১৭ পিএম

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

মাগুরা প্রতিনিধি

কাজ শেষে বাড়ি ফিরে ফ্যান নষ্ট থাকায় নিজেই মেরামত করছিলেন ইয়াসিন শেখ। সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। তখন স্বামীর সঙ্গে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন শেখকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।  

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলার দীঘা দক্ষিণপাড়ায় ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ ওই গ্রামের উকিল শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াসিন শেখ ঝিনাইদহ থেকে কাজ শেষ করে দুপুরে বাড়ি ফেরেন। সময় ঘরে থাকা ফ্যানটি মেরামত করতে যান তিনি। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিন। সময় তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিন শেখের স্ত্রীকে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর/ডাকুয়া

আর্কাইভ