• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মায়ের সঙ্গে ব্রিজ দেখতে এসে লাশ হলো শিশু সুরাইয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৪৬ পিএম

মায়ের সঙ্গে ব্রিজ দেখতে এসে লাশ হলো শিশু সুরাইয়া

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ওপর নির্মিত হয়েছে শেখ হাসিনা সেতু। দৃষ্টিনন্দন হওয়ায় এই সেতু দেখতে প্রতিদিনই ভিড় করে নানা বয়সী লোকজন। মায়ের সঙ্গে ব্রিজ দেখতে এসেছিল চার বছরের শিশু সুরাইয়াও। কিন্তু এই সেতু দেখতে আসাই কাল হলো তার। ঘাতক মোটরসাইকেল কেড়ে নিলো তার প্রাণ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর ওপর এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, মা এবং কয়েকজন আত্মীয়সহ ব্রিজ দেখতে আসে সুরাইয়া। ঘুরে ঘুরে ব্রিজ দেখছিল তারা। সময় রাস্তা পার হতে গেলে হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপা দেয় সুরাইয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত সুরাইয়া পার্শ্ববর্তী ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেয়ে।

এলাকাবাসী জানায়, সময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়। তারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের মঞ্জুরুল শেখের ছেলে সাজিদ শেখ (১৪) একই গ্রামের ইকবাল শেখের ছেলে সোহান শেখ (২০) তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন।

সবুজ/এম. জামান

আর্কাইভ