• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ১১ ছিনতাইকারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:৪৮ পিএম

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ১১ ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১১ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

আটককৃতরা হলেন- পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই মহল্লার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩), মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে পিচুনি (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের জেনদাল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার কালাম ব্যাপারীর ছেলে কাইয়ুম ব্যাপারী (৩০) এবং একই মহল্লার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯)

সময় সুপার বলেন, কয়েকদিন ধরে শহরে বেশকিছু ছিনতাইয়ের ঘটনা ঘটলেও বিষয়ে থানায় কোনো ভুক্তভোগী অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় ১১ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত মাদকাসক্ত। নেশার টাকা জোগাতেই তারা ছিনতাই করে থাকেন।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

নূর/ডাকুয়া

আর্কাইভ