• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাস্তা বন্ধ করে প্রকল্প, কোদাল হাতে এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৬:৫৭ পিএম

রাস্তা বন্ধ করে প্রকল্প, কোদাল হাতে এলাকাবাসীর প্রতিবাদ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারীর চরে নদী দখল করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এবার রাস্তা দখলের অভিযোগ উঠেছে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিডেটের বিরুদ্ধে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ওই রাস্তা দখলমুক্ত করতে স্থানীয় কয়েক শলোক কোদাল হাতে নিয়ে রাস্তা সংস্কার করে প্রতিবাদে অংশ নেন।

ওই এলাকার ইউপি সদস্য আব্দুল মতিন জানান, ‘ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিডেট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে ওই এলাকায় প্রায় ২০০ একর জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। এতে স্থানীয় লোকজনসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের চলাচলের দুটি রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন রাস্তা দুটি খুলে দেয়ার জন্য একাধিকবার ওই কোম্পানির লোকজনকে অনুরোধ করলেও তারা তা কর্ণপাত করেননি। নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকটা বাধ্য হয়ে শনিবার স্থানীয় লোকজন নিজ উদ্যোগে কোদাল হাতে নিয়ে ওই রাস্তাটি সংস্কার করে দখলমুক্ত করেন।

বিষয়ে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিডেটে কর্মকর্তা (ইঞ্জিনিয়ার) উত্তম কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হয়নি।

নূর/এম. জামান

আর্কাইভ