• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৪:১০ পিএম

অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হয় ২৭ বাংলাদেশি। আদালতের নির্দেশে তাদেরকে জেলা শহরের আজাদ রেস্ট হাউজে কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানে থাকা ওই ২৭ জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ এসেছে।

শুক্রবার (১৪ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে এ ফলাফল পাঠানো হয়। শনাক্ত হওয়াদের মধ্যে দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি বরিশালে।

ওই তিনজন ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) পুনরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে। এরপর সেগুলো সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, 'কোয়ারেন্টিনে থাকা তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা এখনও জানা যায়নি। তাদের নমুনা রাজধানীর আইইডিসিআর-এ পাঠানো হবে।'

ঢাকা থেকে ফলাফল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই সরকারি কর্মকর্তা।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আজাদ রেস্ট হাউজের কোয়ারেন্টিন থেকে করোনা পজিটিভ রোগীসহ দুজন পালানোর চেষ্টা করে। যদিও তাদেরকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, 'আজাদ রেস্ট হাউজের ছাদ দিয়ে বের হয়ে দুজন পালানোর চেষ্টা করে। খবর পেয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদ থেকে তাদের আটক করা হয়। পরে করোনা আক্রান্তকে সদর হাসপাতালে ও অপর জনকে আজাদ রেস্ট হাউজেই রাখা হয়।'

বর্তমানে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এএএম/এআই/এএমকে
আর্কাইভ