• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ঘাস কাটতে গিয়ে তিস্তায় কৃষক নিখোঁজ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১২:১৭ এএম

ঘাস কাটতে গিয়ে তিস্তায় কৃষক নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ঘাস কাটতে গিয়ে তিস্তা নদীর স্রোতের কবলে পড়ে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই কৃষকের নাম বদিয়াজ্জামান (৫৫)। বদিয়াজ্জামান উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। পরে প্রতক্ষ্যদর্শীরা তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিলেও তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

থেতরাই ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদি পশুর জন্য ঘাস কাটতে নদী পার হয়ে চরাঞ্চলে যান। ঘাস কাটা শেষে তিনি নদীতে সাঁতার কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু  তিস্তার নদীতে পানি ও স্রোত বেশি থাকায় তীরের কাছাকাছি এসে ডুবে যান তিনি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দিলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, আমাদেরকে এখনও জানানো হয়নি। জানানোর পরে আমরা ব্যবস্থা নেব।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, এইমাত্র শুনলাম। আবহাওয়া প্রতিকূল থাকায় এখনও ব্যবস্থা নিতে পারিনি।

 

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ