• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুন্সিগঞ্জে জেলেদের হামলায় ৪ নৌপুলিশ আহত

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১০:৩৬ পিএম

মুন্সিগঞ্জে জেলেদের হামলায় ৪ নৌপুলিশ আহত

দেশজুড়ে ডেস্ক

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা এলাকায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌপুলিশের চার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই আব্দুস সালাম, এসআই মো. শাহ আলম, এএসআই মোফয়সাল কবীর, কন্সটেবল কবির হোসেন। এর মধ্যে কন্সটেবল কবিরকেও ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চর ঝাপটা গ্রামের হারেজ আলীকেও (৬০) ঢাকায় পাঠানো হয়।

আহত এসআই মো. আব্দুস সালাম বলেন, অভিযানে একটি স্পিডবোট একটি ট্রলারে ১০ নৌ-পুলিশ সদস্য ছিলেন। নদীর পাড়ে অবস্থানকালে ২০০-২৫০ জন জেলে গ্রামবাসী নৌপুলিশ সদস্যদের দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে এসে হামলা চালান। ধারালো অস্ত্র লাঠি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করা হয়। সময়ও হামলাকারীরা ইটপাটকেলও নিক্ষেপ করেন। সময় ৪০ রাউণ্ড গুলি ছোড়া হয় বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল জানান, কন্সটেবল কবির হোসেনের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ