• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে চলছে ভোট, শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৩:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ে চলছে ভোট, শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নে আজ (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মাঠে রয়েছেন। আর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৩০ জন। ১১টি ইউনিয়নে ৯৯ ওয়ার্ডের ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ দেখা গেলেও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করছেন প্রার্থীরা।

রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাকসুদুর রহমান জানান, ভোটের আগের দিন রাত থেকেই প্রার্থীদের হুমকি-ধমকি দিচ্ছে কিছু প্রার্থীর লোকজন। অনেক ভোটার কেন্দ্রে আসতেও ভয় পাচ্ছেন। সময় যত গড়াচ্ছে ভয়টাও ততই বাড়ছে।


হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জানান, আগের রাত থেকেই একজন প্রার্থীর লোকজন লাঠিসোটা প্রস্তুত রেখেছে বলে খবর পেয়েছি। এর আগেও তারা আমার সমর্থকদের ওপরে হামলা চালিয়েছে। আমি অনেক শঙ্কায় আছি।

রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪ হাজার ১৩১ জন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৪৫ হাজার ৫১৬ জন।

অপরদিকে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার লাখ হাজার ৯৮ জনের মধ্যে পুরুষ লাখ হাজার ৩৮৯ জন এবং নারী ভোটার ৯৮ হাজার ৭০৯ জন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। নাশকতা এড়াতে প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ