• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘূর্ণিঝড় যশ : ভোলার ৪০টি দ্বীপচর ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৯:৫৪ পিএম

ঘূর্ণিঝড় যশ : ভোলার ৪০টি দ্বীপচর ঝুঁকিপূর্ণ

ভোলা প্রতিনিধি

ভোলা জেলার সাত উপজেলার ৪০টি দ্বীপচরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে তিন লাখ ১৮ হাজার বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। 

ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবেলায় রোববার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়েজিত সভায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী। 

সভায় জেলা প্রশাসক জানান, ঝড় মোকাবেলায় ৭০৯টি আশ্রয় কেন্দ্র এবং ৭৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে সিপিপির ১৩ হাজার স্বেচ্ছাসেবী ছাড়াও রেডক্রিসেন্ট ও স্কাউটসকর্মীরা প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম।

ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলা ভোলায় যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে সবাইকে সাহসিকতার সঙ্গে ঝড় মোকাবেলার আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, জেলা-উপজেলা পর্যায়ের সব কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের আনসার-ভিডিপি সদস্যসহ সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও প্রতিবন্ধী, নারী ও শিশুদের নিরাপত্তায়ও আলাদা টিম গঠন করা হবে। প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসের ১৪ টিম ও স্বাস্থ্য বিভাগের ২০০ কমিউনিটি ক্লিনিক।

এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাব অপুসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্য কর্মকর্তারা।

টিআর/এম. জামান/
আর্কাইভ