• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় ফাঁদ পেতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৫:৪৩ পিএম

উখিয়ায় ফাঁদ পেতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ঘুমধুম বিওপি জোয়ানরা।

বুধবার ( ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এলাকায় উৎপেতে থেকে ফাঁদ বসান বিজিবি একটি অভিযানিক দল। ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিত টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইয়াবা ভর্তি একটি বস্তা ফেলে যান। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৯০ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান।

সংক্রান্তে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মিজানুর।

নূর/এএমকে

আর্কাইভ