• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলায় মাছসহ দুটি সামু‌দ্রিক বোট জব্দ

প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৮:৩১ পিএম

ভোলায় মাছসহ দুটি সামু‌দ্রিক বোট জব্দ

ভোলা প্রতিনিধি

ভোলায় নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে সমু‌দ্রে মাছ শিকার করায় মাছসহ দুটি সামু‌দ্রিক বোট জব্দ ক‌রেছে পুলিশ। প‌রে জব্দকৃত মাছ নিলা‌মে বি‌ক্রি করা হয় এবং বোট দুটির মা‌লি‌ককে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
সোমবার (২৪ মে) রাত ২টার দি‌কে দৌলতখান উপ‌জেলার পাতার খাল মেঘনা নদী থে‌কে ওই বোট দুটি জব্দ করা হয়।

দৌলতখান উপ‌জেলার মৎস‌্য কর্মকর্তা মো. মাহাফুজ হাসনাইন সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ‘সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান‌্য করে ব‌ঙ্গোপসাগ‌রে মাছ শিকার ক‌রে বোট দুটি গভীর রা‌তে দৌলতখান ফির‌ছিল। এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা মৎস‌্য বিভাগ পু‌লি‌শের সহ‌যোগিতায় মাছসহ বোট দুটি জব্দ করি।’

প‌রে মে‌রিন ফিশা‌রিজ আইনে বো‌টে থাকা বি‌ভিন্ন ধর‌নের সামু‌দ্রিক মাছ‌ নিলা‌মের মাধ‌্যমে সাত হাজার ৭০০ টাকায় বি‌ক্রি করা হয়।

২০ মে থে‌কে ২৩ জুলাই সামু‌দ্রিক মা‌ছের প্রজনন ও সংরক্ষণের কার‌ণে সামু‌দ্রিক মাছ শিকা‌রের ওপর নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রেছে মৎস‌্য ও প্রা‌ণিসম্পদ মন্ত্রণালয়।

ডব্লিউএস/এম. জামান
আর্কাইভ