• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৫:১৬ পিএম

লালমনিরহাটে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লালমনিরহাট প্রতিনিধি

চতুর্থ ধাপে লালমনিরহাটের হাতীবান্ধায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ১১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

১২টি ইউনিয়নে ১৫৬টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬০০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, ১২টি ইউনিয়নে ১১০টি কেন্দ্রে ৫৩২টি বুথে ১ লাখ ৮৪ হাজার ৮০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু করতে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান, মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের ১৫৬ জনের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬০০ জন প্রার্থী নির্বাচন করছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘জেলার ৫টি উপজেলার মধ্যে ইতোমধ্যে ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ জানুয়ারি পাটগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ