• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দ

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৪৬ এএম

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১১২ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নগদা শিমলা বাজারের চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়ি আয়নাল হক দোকান থেকে বস্তাগুলো উদ্ধার করেন।

জানা যায়, চাল ব্যবসায়ী বিপ্লব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ৩০ কেজি ওজনের ৭০ বস্তা ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল জব্দ করা হয়। পরে একই বাজারের আরেক চাল ব্যবসায়ী আয়নাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের আরও ২৬ বস্তা চাল জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

বিষয়ে গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল জব্দ করেছি। নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার অভিযানে পুলিশ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নূর

আর্কাইভ