• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলি

প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৩:৪২ এএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের চার নম্বর ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলি চলছে। হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ ও এবিপিএন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে তিনি জানান, গুলিবিদ্ধদের মধ্যে আছেন ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। তাদেরকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

উখিয়া থানার পরিদর্শক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ জন পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

জেডআই/

আর্কাইভ