• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাভারে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০১:০৫ এএম

সাভারে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

সাভার প্রতিনিধি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সাভারের স্থানীয় বাজারগুলোতে দাম বেশি নেওয়া হচ্ছে সিলিন্ডারপ্রতি ১০০-১৫০ টাকা। ডিলার থেকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। যার প্রভাব পড়েছে বাজারে।

সাভারের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে দুদিন আগেও যেখানে ১২ লিটার গ্যাস বিক্রি হতো ১২৫০-১৩০০ টাকা, সেখানে এখন বিক্রি হচ্ছে ১৩৫০-১৪০০ টাকা। শুধু ১২ লিটারের সিলিন্ডারেই নয়, দাম বেড়েছে ১৫, ৩৫ ৪৫ লিটারের সিলিন্ডারেও।

খুচরা বিক্রেতা রুবেল বলেন, ‘এলপিজির বাজার প্রতিদিনই আপ-ডাউন করছে। ২০-৩০ টাকা করে বাড়ছে। গত দুদিনে বেড়েছে ৭০-৮০ টাকা। ডিলাররা দাম বাড়িয়ে দিয়েছেন। মালামাল পৌঁছাতে খরচ বেশি হচ্ছে। এজন্য দাম বাড়ানো হয়েছে বলছেন তারা।

আক্কাস নামের আরেক দোকানি বলেন, ‘আমরা ছোট দোকানি, দামের ঠিক নেই। যার কাছে যা বিক্রি করতে পারি। তবে ১৫০-২০০ টাকা কমপক্ষে মুনাফা করি। ডিলার দাম বাড়ালে আমরাও বাড়িয়ে দেই।

দুইটি কোম্পানির ডিলার মেসার্স সুনাম এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম বলেন, ‘ডিপো থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর খরচ বেড়ে যাওয়ায় গ্যাসের দাম কিছুটা বাড়ানো হয়েছে। এখানে আমরা অসহায়।

এআরআই

আর্কাইভ