• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রেফতার ১

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০৬:১১ পিএম

জয়পুরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রেফতার ১

মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ব্যবসায়ী দুলাল শেখ (৫৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডের মাত্র ৪ দিনের মাথায় অপর ব্যবসায়ী সুমন চৌধুরী ওরফে সুমনকে (৪০) আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সুমন চৌধুরী ওরফে সুমন দিনাজপুরের খানসামা উপজেলার হাসিমপুর গ্রামের মৃত কছিম উদ্দিন চৌধুরী ওরফে কছিম চৌধুরীর ছেলে। তার সেকেন্ড হোম ওই জেলার চিরিরবন্দর উপজেলার গোয়ালডি। বর্তমানে ব্যবসার জন্য জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার তালতলী কাঁচা বাজার রেলকলোনীতে থাকেন। আর নিহত দুলাল শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আক্কেলপুরসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে ভারতীয় চোরাচালানানের পণ্য ক্রয়-বিক্রয় করতো দুলাল শেখ ও সুমন চৌধুরী ওরফে সুমন। রোববার (১৪ আগস্ট) দুলাল শেখকে চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় সুমন চৌধুরী ও অপর একজন। পরে তারা দুইজন দুলালের ভাড়া বাসায় যায়। দুলালের সঙ্গে আসামি দুইজনের ব্যবসায়ীক লেনদেনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। তখন সুমন উত্তেজিত হয়ে রাগের বশে পড়ে থাকা একটা বাটাম দিয়ে দুলালের মাথায় দুইবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায় দুলাল শেখ। তখন সুমনের সঙ্গে থাকা অপরজন দুলালকে বালিশ চাপা দেয়। দুলাল মারা যাওয়ার পর দুইজন ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় অপর আসামি দুলালের মরদেহ ঘরে রেখে তালা দিয়ে পালিয়ে যায়। 

আরও জানা যায়, গত মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পুলিশ ও সিআইডির টিমসহ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে দুলাল শেখের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহের কপালে, নাকের নিচে, মুখে ও মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ওই দিনে নিহতের ভাই আব্দুল কুদ্দুছ শেখ সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় সুমন চৌধুরী ওরফে সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ