• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
বৈরী আবহাওয়া

সুন্দরবন উপকূলে আশ্রয়ে রয়েছে অর্ধশত ফিশিংবোট

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:০৫ পিএম

সুন্দরবন উপকূলে আশ্রয়ে রয়েছে অর্ধশত ফিশিংবোট

নিরাপদ আশ্রয়ে রয়েছে ফিশিংবোটবহর। দুবলারচরের ভেদাখালী খাল থেকে রোববার দুপুরে তোলা ছবি।

শরণখোলা প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবন। ফলে তিন দিন ধরে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে অর্ধশত ফিশিংবোট। এদিকে আবহাওয়া দফতর আজও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে।

দুবলারচরের ভেদাখালী খাল থেকে পিরোজপুরের পাড়েরহাট এলাকার ফিশিংবোট ‘এফবি কারিমা’-এর মাঝি মো. দারুসসালাম রোববার দুপুরে মুঠোফোনে জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে তারা দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সাগরে প্রচন্ড ঢেউ হচ্ছে।

দুবলা ফিশারমেন গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে অর্ধশত ফিশিংবোট সুন্দরবনের দুবলার ভেদাখালী, মানিকখালী, মেহেরআলীখালসহ বিভিন্ন খালে তিন দিন ধরে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে জানান, পূর্ণিমার জোয়ারে সাগরের পানি ৩ ফুট উচ্চতায় দুবলারচরের সুন্দরবন প্লাবিত হয়েছে। পরে আবার ভাটার টানে পানি নেমে গেছে। এখনও অনেক ফিশিংবোট দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

 

জেইউ

আর্কাইভ