• ঢাকা শনিবার
    ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বর্তমান বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুলাহ আল মাহমুদ জামান বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করেই বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। যার ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে। তিনি আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সি.আইটি. টি টেকনিক্যাল ইনসটিটিউট আয়োজিত সনদপত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ফারুকী পার্ক সংলগ্ন ইসলামিক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার জোবাইর আহম্মেদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকামান হোসেন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্ম্দ শফিকুর রহমান, বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোদাচ্ছের হোসেন সিরাজী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ৩ শত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ