 
              প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:৪০ পিএম
 
                 
                            
              সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের চকঝুঝুরি গ্রামে নাসিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সুমন আলী পলাতক।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিহতের স্বামীর বাড়ির পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাসিমা চক ঝুরঝুরি গ্রামের সরোয়ারের ছেলে সুমনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা খাতুনের বিয়ের পর থেকেই নাসিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় নাসিমাকে তার স্বামী জোরপূর্বক কীটনাশক পান করিয়ে হত্যা করেছে। সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।
তাড়াশ থানার (ওসি) তদন্ত নুরে আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      