• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কুয়াকাটায় নানা আয়োজনে পর্যটন দিবস উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ১০:২২ পিএম

কুয়াকাটায় নানা আয়োজনে পর্যটন দিবস উদযাপন

কুয়াকাটা প্রতিনিধি

‘পর্যটনের নতুন সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পটুয়াখালী জেলা প্রশাসনসহ কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পর্যটন করপোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। এ সময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্ল্যাকার্ডের পাশাপাশি ব্যান্ডপার্টির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলোর মধ্যে ছিল কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতি। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আ. মান্নান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আ. খালেক, বরিশাল মহানগর আওয়ামীগের যুগ্ম আহবায়ক চাহিন সিকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ. বারেক মোল্লা প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

আর্কাইভ