 
              প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৬:৩১ এএম
 
                 
                            
              লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পদ্মা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থা তাকে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে যুবলীগ কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে তাত্ক্ষণিকভাবে সদর হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু। তাঁরা হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এসএএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      