• ঢাকা সোমবার
    ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৬:২৫ পিএম

বাগেরহাটে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় রাজু সরকার নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুরে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু সরকার মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিল রাজু সরকার। এ সময় পালেরহাট নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রাজু নিহত হন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আলীমুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

এএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ