 
              প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৬:৫০ এএম
 
                 
                            
              গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপনের জন্য ভোট চেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার উল্ল্যাপুর বাজারে ব্যবসায়ী সমিতির আয়োজনে নৌকার নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি।
লেখক বলেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনটি গুরুত্বপূর্ণ আসন। বাংলাদেশের মানুষ এই আসনের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আপনারা প্রধানমন্ত্রীকে নাখোশ করবেন না। আপনারা শেখ হাসিনার প্রার্থীর সাথে থাকুন।
তিনি আরও বলেন, `বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে পরিচিত। তাই রিপন ভাই এই আসনে নির্বাচিত হলে তিনি দেশরত্ন শেখ হাসিনার কাছে গিয়ে অনেক উন্নয়ন মূলক কাজ এই আসনের মানুষের জন্য নিয়ে আসতে পারবেন।
নির্বাচনী পথ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএএস
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      