 
              প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৯:০৮ পিএম
 
                 
                            
              ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের দত্তপাকুটিয়া গ্রামে ঘরের দরজার নিচ দিয়ে নেশা জাতীয় কোনো দ্রব্য স্প্রে করে গৃহবধূকে অজ্ঞানের পর ঘরে থাকা নগদ ৩২ হাজার টাকা ও স্বর্ণের দুল ছিনতাই করেছে অজ্ঞাত কালো বোরকা পড়া দুই মহিলা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গৃহবধূ ঐ গ্রামের আবুল হাসেমের স্ত্রী। ফুলবাড়ীয়া থানার এসআই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দত্তপাকুটিয়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী মোর্শিদা খাতুন ঘরের দরজা আটকিয়ে ঘরে ছিলেন। তার স্বামী বাজারে চলে যাওয়ায় তিনি ঘরে একাই ছিলেন।
রাত ৮টার দিকে অজ্ঞাত দুই মহিলা কালো বোরকা পড়ে ঘরের দরজার নিচ দিয়ে নেশাজাতীয় দ্রব্য স্প্রে করার পর ঘরে থাকা গৃহবধূকে অজ্ঞান করে নগদ ৩২ হাজার টাকা ও স্বর্ণের দুল ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার সুরুজ আলী জানান, খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে মহিলাকে অজ্ঞান দেখেছি।
ফুলবাড়ীয়া থানার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      