 
              প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৭:০২ এএম
 
                 
                            
              পাবনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) অভিযানে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করেছে।
শনিবার(২২শে অক্টোবর) জেলার ঈশ্বরদী থানা এলাকার ঈশ্বরদী সরকারি কলেজের পাশ থেকে ১ হাজার পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করেন ডিবি।
আটককৃতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার ভাদড়া পশ্চিমপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সবুজ (৩২) অপরজন কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের ওর্য়াড নং সি/১৫ এর মৃত নুর চাঁদের ছেলে নুর হাকিম (২০)।
পাবনা ডিবির ওসি জানান, মাননীয় পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষে, জেলার ঈশ্বরদী থানা এলাকার ঈশ্বরদী সরকারি কলেজের পশ্চিম পাশে আলহাজ্ব হাফিজুর রহমান নান্নুর বাড়ীর সামনে থেকে দুপুর ২টা ৩০মিনিটে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      