 
              প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৮:০৩ পিএম
 
                 
                            
              ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে মাগুরাতে। গতকাল রোববার সারাদিন আকাশ মেঘলা থাকলেও রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। কখনো গুঁড়গুঁড়ি কখনো হালকা।
তবে সোমবার সকাল থেকেই বিরামহীনভাবে চলছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। নিম্ন আয়ের মানুষজন পড়েছে চরম বিপাকে। বৃষ্টির কারণে শহরে লোকসমাগম কম, পাশাপাশি ব্যবসায়ীরা কম সংখ্যক দোকানপাট খুলেছে। বৃষ্টির কারণে শহরে ইজিবাইক ও রিকশা, ভ্যান কম চলাচল করতে দেখা গেছে।
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      