 
              প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৯:০২ পিএম
 
                 
                            
              পঞ্চগড়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)‘র ৬৩তম পঞ্চগড় শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের ডোকরো পাড়া এলাকার জে জে টাওয়ারে বিএইচবিএফসি‘র ৬৩তম শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দীন, বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পঞ্চগড় শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইজন ঋণ গ্রহীতা ঋণ গ্রহণের পরে তাদের উপকার লাভের কথা ও নানা সুযোগ-সুবিধা বিষয়ে মতামত ব্যক্ত করেন। পরে দুইজন ঋণ গ্রহীতার হাতে ঋণের মঞ্জুরিপত্র ও দুইজন ঋণ গ্রহীতার হাতে ঋণের চেক বিতরণ করা হয়।
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      