 
              প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০১:১২ এএম
 
                 
                            
              আওয়ামী যুবলীগের ৫০ বছর পুর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর জেলা যুবলীগের আয়োজনে বুধবার শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ জসিম মাতুব্বর,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সহ সম্পাদক মোঃ গোলাম ফেরদৌস ইব্রাহিম সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা এস এম বায়জিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মাকসুদুর রহমান লিটন সিকদার সহ জেলা,উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      