 
              প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ১১:১৬ পিএম
 
                 
                            
              বঙ্গোপসাগরের দুবলারচরে সোমবার থেকে অনুষ্ঠেয় হিন্দু সম্প্রদায়ের দুদিনের রাস উত্সবে অংশ নিতে পূন্যার্থীরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে সহস্রাধিক পূণ্যার্থী আলোরকোলে এসে সমবেত হয়েছেন বলে জানা গেছে।
দুবলারচর রাস উত্সব উদযাপন পরিষদের সেক্রেটারি সোমনাথ দে রবিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, দুবলার আলোরকোলে দুদিনের রাস উৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার থেকে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তনসহ ধর্মীয় আচার-আচরণ পালন করা হবে। মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুদিনের রাস উৎসব শেষ হবে বলে সোমনাথ দে জানিয়েছেন।
জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, দুদিনের রাশ উত্সবে অংশ নিতে পূণ্যার্থীরা দুবলার আলোরকোলে আসতে শুরু করেছেন। রবিবার দুপুর পর্যন্ত সহস্রাধিক পূণ্যার্থী এসে জড়ো হয়েছেন। এবারের রাস উৎসবে সনাতনধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে দুবলারচরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      