 
              প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ১১:২২ পিএম
 
                 
                            
              গাইবান্ধার গোবিন্দগঞ্জ ট্রেনে কাটা পড়ে হাফিজুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) উপজেলার শালমারা রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান সাঘাটা উপজেলার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, শালমারা রেল স্টেশনের সন্নিকটে রেল লাইন পার হওয়ার সময় পদ্মরাগ ট্রেনের নিচে পড়ে যায় হাফিজুর রহমান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন।
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      