 
              প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৯:০৭ পিএম
 
                 
                            
              গাইবান্ধার গোবিন্দগঞ্জ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত এ যুবকের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় রাস্তার পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাপমারা ইউনিয়নের কাটামোড় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সিটি নিউজ ঢাকাকে বলেন, `অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে থাকা একটি কাগজে সজিব মিয়া লেখা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।`
এসএই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      