 
              প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৯:১৯ পিএম
 
                 ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পানহাদার মুক্ত হয়।
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়। কর্মসুচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি,শহিদের সমাধি,বধ্যভুমি,স্বাধীনতার স্মৃতিস্তম্ভ  ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন,বণাঢ়্য র্যালি এবং আলোচনা সভা।
দিবসটি উপজেলা পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম পুস্পস্তবক অর্পন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম,পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,বীরমুক্তি যোদ্ধাগণ,বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখা,অংগ ও সহযোগী সংগঠন,সরকারি দপ্তর,বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পস্তবক অর্পন করেন। এরপর স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদ মুক্তিযোদ্ধার সমাধি,বধ্যভুমি, ,স্বাধীনতার স্মৃতিস্তম্ভ   ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পনের পর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে এসে শেষ হয়। পরে শহিদ মিনারে জেলা প্রশাসক মো,জহুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পানহাদার মুক্ত হয়।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      