 
              প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১২:৫৭ এএম
-20221130125744.jpg) 
                 
                            
              ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার দুর্গম চরের জমির মালিকানা বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে বুধবার ভোর রাতে নিজ স্ত্রী বকুল বেগমকে কুপিয়ে হত্যা করেছে বাচ্চু নামে এক ব্যক্তি । এ ছাড়া বকুলের বড় বোন মুকুলকে আশপাশের লোকজন উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এ ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন।  পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে।
এলাকা সূত্র  জানান, মৃত  শাজাহান সর্দার গং এর ১৩২৯ একর রেকর্ডীয় জমি একটি চক্র জাল জালিয়াতি করে দলিল সৃজন, খাস জমি দেখিয়ে বন্দোবস্ত নিয়ে দখলকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবৎ বিরোধ যা দেওয়ানী ও ফৌজদারী মামলা  ছিল।
শাহজাহান সর্দারের ছেলে রুবেল সর্দার বলেন, মামলায় পরাজিত হয়ে ২০০৩ সালে বাচ্চু তার পিতা মন্নান মেলকার ও মাতাকেএসিড দিয়ে ঝলসে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলার সাক্ষী বর্তমান  ঘটনাস্থলের ইউপি সদস্য মালেক। 
উচ্চ আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে আদালত ৭ জনকে ১৭ ধারায় প্রসিকিউশন দেন। ২০১৮ সালে অতিরিক্ত জেলা প্রশাসক ভোলা ৬৬২টি খতিয়ান বাতিলের আদেশ দেন।
এ ঘটনার পর থেকে নতুন ফন্দি আটে বাচ্চু। ঘটনার আগে বাচ্চু তার মেয়ে ঈষা (৭) কে নিয়ে দুলারহাট রাত্রিযাপন করার কথা বলে ২য় স্ত্রী বকুলকে জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে গভীর রাতে এ ঘটনা ঘটায়।
মুজিবনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও বাচ্চুি এসিড মামলার সাক্ষী মালেকের সাথে কথা বললে তিনি বলেন, আমি কি বলব বাচ্চু সাথে কথা বলেন, ইউপি সদস্য মালেকের ব্যবহরিত মোবাইল নং ০১৭৬৬৬৮২৪২০৩ নাম্বারে বাচ্চু  জানান, আমার স্ত্রী মামলার কাগজপত্র নিয়ে থানায় আসা যাওয়া করত। এ জন্য তাকে শাজাহান সর্দার ও স্বপনের ছেলেরা  হুমকি দিয়ে ভয় দেখাত।
দুলারহাট থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      