• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাড়ে ৬ লাখ টাকার রুপা জব্দ সাতক্ষীরা সীমান্তে

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:০৬ পিএম

সাড়ে ৬ লাখ টাকার রুপা জব্দ সাতক্ষীরা সীমান্তে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল সাড়ে ৮টার দিকে বৈকারী সীমান্ত এলাকা থেকে ওই গহনা জব্দ করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বান্দরবানের রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক জানান, বৈকারী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাফর আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ৫ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। কিন্তু অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

পলাতক আসামিরা হলেন: বৈকারী গ্রামের মৃত নুর মোহাম্মাদ মোল্যার পুত্র শামসু, বাবর আলী সরদারের পুত্র কাসেদ আলী ও মিলন সরদারের পুত্র শাওন। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সজিব/এএল

আর্কাইভ