 
              প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০১:১৬ এএম
-20221214131620.jpg) 
                 
                            
              চাঁদপুরে লঞ্চে সিটে বসা নিয়ে দ্বন্দ্বে সুমন গাজী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে নৌপুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সুমন গাজী (৩৪) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি এলাকার ইউসুফ গাজীর ছেলে। তিনি ঢাকায় আসবাবপত্র তৈরির কারিগর ছিলেন। মাত্র কয়েক মাস আগে সুমন গাজী বিয়ে করেন। তার বৃদ্ধ বাবা মা ছাড়াও আরও তিন ভাইবোন আছেন বলে জানান স্বজনরা।
চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান (নৌ-পুলিশ) জানান, মূলত লঞ্চের সিটে বসা নিয়ে বাবু আহমেদ নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে ঢাকা থেকে এমভি সোনারতরী-৩ নামে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে বাবু আহমেদ তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে সুমন গাজীকে কোপায়। ওই যুবককে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা-কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ৬ কেজি সোনা জব্দ
তিনি আরও জানান, এ ঘটনার পরই নৌপুলিশ অভিযান চালিয়ে জড়িত নয়জনের মধ্যে আটজনকে আটক করতে সক্ষম হয়।
নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      