• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

যশোরে ১৮টি সোনার বারসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৭:৪৪ পিএম

যশোরে ১৮টি সোনার বারসহ যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তিলকপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাজমুল চৌগাছা উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহ হলে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক ওজন দুই কেজি। উদ্ধার সোনার বারের মূল্য দুই কোটি টাকা।

আরও পড়ুন: ঢাকা-কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ৬ কেজি সোনা জব্দ

তিনি আরও জানান, জব্দ করা সোনার বার ও মোটরসাইকেলসহ আসামিকে চৌগাছা থানায় সোপর্দ করা হবে।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ