• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৭:৩৮ পিএম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক রহমান নামে ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী মাহফুজা বেগম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার সৈয়দপুর সড়কের শিমুলতলী এলাকায় আজ সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। ২৪ বছর বয়সী তারেক সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের নতুন হাট এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, মোটরসাইকেলে চড়ে বোতলাগাড়ি থেকে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন তারা। শিমুলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারেক। গুরুতর আহত মাহফুাকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
 

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউপ জানান, তারেক উত্তরা ইপিজেডে সনিক বাংলাদেশে কাজ করতেন। মোটরসাইকেলে চড়ে বোতলাগাড়ি থেকে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন তারেক এবং তার স্ত্রী। শিমুলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারেক।

 

সজিব/এএল
 

আর্কাইভ