• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৫:২৩ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায়  ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা পর সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়,  রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ ছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে কোনো ফেরি ছাড়া হয়নি। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

সজিব/এএল

আর্কাইভ