• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৩৬ হাজার ডিম নিয়ে উল্টে গেল ট্রাক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১১:৩৭ পিএম

৩৬ হাজার ডিম নিয়ে উল্টে গেল ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী‌তে ট্রা‌কের এক্সেল ভে‌ঙ্গে ৩৬ হাজার ডিম বোঝাই একটি ট্রাক উ‌ল্টে গেছে। এতে অন্তত ২০ হাজার ডিম ভেঙ্গে গেছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়‌কের ‌জেলা প্রা‌ণি সম্পদ কার্যালয়ের সাম‌নের সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। এ ঘটনায় কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খন্দকার সমীর জানান, ডিম ব‌্যবসায়ী ‌আমিনুল ইসলাম খোকন ঝালকাঠি জেলার বাসিন্দা। রোববার দিবাগত রাতে একটি ট্রাকে ৩৬ হাজার ডিম নিয়ে পাবানা থে‌কে শরীয়তপুর যা‌চ্ছি‌লেন। পথে রাজবাড়ীর পশু হাসপাতা‌লের সাম‌নে ট্রাকটির এক্সেল ভে‌ঙ্গে উ‌ল্টে যায়।

ডিম ব্যবসায়ী খোকন জানান, তিনি একটি ট্রাকে ডিম বোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। পথে রাজবাড়ী পশু হাসপাতালের সামনে পৌঁছালে ট্রাকটি চাকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খন্দকার সমীর আরও বলেন, এ সময় ট্রা‌কে থাকা ১২শ কে‌সে থাকা ৩৬ হাজার ডিমের মধ্যে ২০ হাজার ভেঙ্গে যায়। যার বাজার মূল‍্য আড়াই লক্ষ টাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে এ‌সে রাস্তার একপাশ বন্ধ রে‌খে‌ছেন। ডিম অপসা‌রণ হ‌লে রাস্তা খু‌লে দেওয়া হ‌য়।

আর্কাইভ