প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১১:৫১ এএম
কুমিল্লায় আবারো দুই কিশোর গ্যাংয়ের মাদকের টাকা ভাগাভাগি ও আধিপত্য নিয়ে মান্নান নামের একজন কিশোর নিহত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাত ১১টায় নগরীর মোগলটুলির গাংচর রোড চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত মান্নার সঙ্গে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু-গ্রুপের মারামারির ঘটনা ঘটে, একপর্যায়ে বেশ কয়েকজন কিশোর মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে মান্না মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, দুইটি কিশোর গ্রুপের মাঝে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এ ছাড়া নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
এএল/