 
              প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০১:৩২ এএম
-কে-কটূক্তি-সেই-রাকেশের-৭-বছরের-কারাদণ্ড-20230103133218.jpg) 
                 
                            
              সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) তথ্যপ্রযুক্তি আইনের সিলেটর সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম রায় ঘোষণা করেন।
এই মামলায় জামিনে থাকা রাকেশ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার বলেন, ‘যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে।’
রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, ‘আইনজীবী হিসেবে আমি আদালতের রায়ের বিরুদ্ধে বলতে পারি না। তবে ন্যায়বিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করব।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      