 
              প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৮:০৮ পিএম
 
                 
                            
              কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন আমগাছ তলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক টমটম যাত্রীর মৃত্যু হয়েছে। 
শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম মিজানুর রহমান (২৫)। তিনি দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খোন্দকার পাড়ার আনসারুল করিমের ছেলে। 
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত টমটম যাত্রী মিজানুর রহমানের এন্ড্রয়েড মোবাইলটি হাত থেকে ছিনতাই করে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায় ছিনতাইকারী। মিজান ছিনতাইকারির পেছনে ধাওয়া করে তাকে ধরে ফেলেন। ওই সময় ছিনতাইকারী তাকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
টমটম চালক ও অন্যরা ছুরিকাহত মিজানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। রাত ১১টার পর থেকে মিজানুর রহমানের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার নিকটাত্মীয়রা হাসপাতালে ভিড় করেছে।
এনএমএম/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      