 
              প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৫:২৪ পিএম
 
                 
                            
              যশোরের অভয়নগর উপজেলার সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় চরমপন্থিরা জড়িত। তারাই ওই ব্যবসায়ীকে গুলি করতে পারে.
মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
এনএমএম/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      