 
              প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:১৯ পিএম
 
                 
                            
              পটুয়াখালীর দুমকিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙার অভিযোগে শরিয়তুল্লাহ (২০) নামের এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা যায়, শরিয়তুল্লাহ দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্বরে মুক্তিযোদ্ধার ভাস্কর্যের ওপরে উঠে সেটির মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেন। তখন শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তাকর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে শরিয়তুল্লাহকে আটক করেন।
আটককৃত শরিয়তুল্লাহ উপজেলার দুমকি মাদ্রাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের নির্দেশে আটককৃত যুবককে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা বাদী হয়ে তার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে একটি মামলা দায়ের করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রদ্রোহ আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      