 
              প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৬:০০ পিএম
 
                 
                            
              সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে ধর্মঘটের কারণে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করে। কিন্তু যানবাহন না থাকায় সেখানে যাত্রীরা অপেক্ষা করছেন।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে কর্মবিরতি পালন করা হবে। সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, আমরা সব দফতরে আলোচনা করেছি। স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তায় আমাদের আসতে হয়েছে।
জেলহাজতে থাকা আলী আকবর রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদকের মুক্তির দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। গত ৭ ডিসেম্বর ২০১৮ সালের একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয় তাকে।
এসএই/কিউ/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      