প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:৫০ পিএম
ছবিঃ সংগৃহীত
বাগেরহাটের ছাত্রশিবিরের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় পুলিশ ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি আরিফ শেখ (২৬) কে পিস্তুল ও গুলিসহ গ্রেফতার করেছে।
আর এ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায়। পরে পুলিশের উপর হামলার ঘটনায় শিবিরের আরো ৪ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শিবিরের সাবেক সভাপতি আরিফ শেখ সদর উপজেলার চুলকাঠি সৈয়দপুর গ্রামের ফারুক শেখের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম সোমবার সন্ধ্যায় বলেন পিস্তুল গুলিসহ শিবিরের সভাপতি আরিফ শেখসহ ৫ জন কে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত থানার ওসি আটক বাকীদের নাম পরিচয় সহ বিস্তারিত জানাতে পারেনি।
সাজেদ/